পঞ্চম ধাপে ৪৮ জেলার ৯৫টি উপজেলার ৭০৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ভোটগ্রহণ। যেসব এলাকায় নির্বাচন ওইসব স্থানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা বুধবার বন্ধ থাকবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস)।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বুধবার ভােটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভােটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা/উপশাখা থাকলে তা বন্ধ রাখতে হবে। এর পেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা/উপশাখাসমূহে কর্মরত ভােটারদের ভােটাধিকার প্রয়ােগের সুযােগদানের জন্য পরামর্শ দেওয়া হলাে।
জানা যায়, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ৪৮ জেলার ৯৫টি উপজেলায় ৭০৮ ইউনিয়নে ভোট হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে সব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন (ইসি)।
আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারকাজ বন্ধ করতে হয়। ভোট গ্রহণ শুরু হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। তার ৩২ ঘণ্টা আগে অর্থাৎ ৩ জানুয়ারি মধ্যরাত ১২টার পর আর প্রচার চালানো যাবে না। শুধু তা-ই নয়, কোনো মিছিল, বিজয় মিছিল, মশাল মিছিল ও আনন্দ র্যালি করা যাবে না।